গাজীপুরের কাপাসিয়া উপজেলার সর্ববৃহৎ আমরাইদ গরুর বাজারের একজন ব্যবসায়ীর একটি মহিষ হঠাৎ পাগলা হয়ে যায়। গত বুধবার বিকালে একপর্যায়ে রশি ছিঁড়ে আশপাশের বেশ কয়েকজনকে আক্রমণ করে আহত করে।
কাপাসিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আতিকুর রহমান জানান, উপজেলার পার্শ্ববর্তী ভুলেশ্বর এলাকা থেকে পাগলা মহিষকে ১৮ ঘন্টার প্রচেষ্টায় বৃহস্পতিবার রাতে আটক করতে সক্ষম হয়। কোনও হতাহত ছাড়াই তারা নিয়ন্ত্রণে আনেন। তবে আমরাইদ বাজার থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে চলে আসার সময় বেশ কয়েকজনকে আহত করে। পরে মহিষটিকে জবাই করা হয়। ইউ.এল.ও(এল/আর) ডাঃ মোঃ আমির হোসেন এর নেতৃত্বে অপারেশনে অংশগ্রহণ করেন ঢাকা চিড়িয়াখানার একটি টিম।
এসময় উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আতিকুর রহমান এবং প্রাণিসম্পদ কাপাসিয়া দপ্তরের অন্যান্য কর্মচারীর অপারেশন টিমকে সার্বিক ভাবে সহযোগিতা করেন।