চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বেসরকারি কেয়ার হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ ওঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নবজাতকের বাবা ফারুক উদ্দিন। তবে বিষয়টি অস্বীকার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ৬ জুন (শুক্রবার) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক ছেলের জন্মের ৩ দিন পর মৃত্যু হয়। ফারুক উদ্দিন বলেন, আমি গত ৪ জুন আমার স্ত্রী তাহেরা আক্তারকে নিয়ে কেয়ার হাসপাতালে যাই। এসময় তাকে নরমালী ডেলিভারি করার চেষ্টা করেন ডা. প্রমি আফরিন। কিন্তুু আমার স্ত্রীর জরায়ু মুখ মাত্র ৩ শতাংশ খুললেও তারা ডেলিভারির চেষ্টা করেছে এবং বাচ্চার শরীরে স্যালাইন প্রবেশ করে। তাদের ভুল চিকিৎসার কারণে এটি হয়েছে। আমাকে চিকিৎসকরা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, সেদিন কেয়ার হাসপাতাল থেকে মধ্য রাতে আমার স্ত্রীকে মুমূর্ষ অবস্থায় রেফার করে। আমরা সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তারাও কেয়ার হাসপাতালের অবহেলার বিষয়টি স্পষ্ট করেন। তবে সীতাকুণ্ড স্বাস্থ্য ও কমপ্লেক্সে আমার স্ত্রীর ডেলিভারি সম্পন্ন হয়। পরে সেখান থেকেও আমাদেরকে চমেকে পাঠানো হয়। ৬ জুন সকালে আমার সন্তান মারা যায়। তোর পথযাত্রী থেকে বেঁচে ফেরেন আমার স্ত্রী। তিনি আরও বলেন, আমার সন্তানের মৃত্যুর জন্য যারা দায়ী তাদেরকে আসামী করে আমি শীঘ্রই মামলা করব আদালতে। জানতে চাইলে কেয়ার হাসপাতালের চেয়ারম্যান ডা. মীর কাশেম বলেন, আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। রোগীকে মাত্র ২ ঘন্টা আমাদের হাসপাতালে ভর্তি রাখা হয়। ওনারা বাড়িতে ধাত্রী দিয়ে চেষ্টা করেছিলেন, তখনি রোগীর অবস্থা খারাপ হয়। আমরা রোগীর অবস্থা শোচনীয় দেখে সাথে সাথে রেফার করেছি।