রাজশাহীর ঈদ জামাতে দেশের মঙ্গল কামনায় দোয়া

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ৭ জুন, ২০২৫, ০১:৪১ পিএম
রাজশাহীর ঈদ জামাতে দেশের মঙ্গল কামনায় দোয়া
রাজশাহীতে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় রাজশাহীর ঐতিহ্যবাহী হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শহরের বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।এছাড়াও রাজশাহীর সাহেববাজার বড় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে ৭টায়। নগরীর টিকাপাড়া ঈদগাহ মাঠে সকাল ৭টা ও ৮টায় দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে মুসল্লিরা বিশ্বশান্তি ও দেশের মঙ্গলের জন্য প্রার্থনা করেন। দোয়া করা হয় ইসরায়েলের আগ্রাসনে বিপর্যস্ত ফিলিস্তিনের মুসলমানদের জন্য। সর্বপরি দেশের সমৃদ্ধি, কল্যাণ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়। রাজশাহীর কেন্দ্রীয় ঈদগাহে রাজশাহী বিভাগীয় কমিশনার এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, রাজশাহীর সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু এখানে ঈদের নামাজ আদায় করেন। এ সময় তিনি বলেন, এপ্রিলে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেশবাসীকে হতাশ করেছে। জনগণ ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়।প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে বর্জ্য যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য।এদিকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে ১২ ঘন্টার মধ্যেই কোরবানীর বর্জ্য অপসারণ করবে। দুপুর থেকেই তারা তাদের পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করবে।
আপনার জেলার সংবাদ পড়তে