বড়াইগ্রামে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

এফএনএস (আপন; বড়াইগ্রাম, নাটোর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৪, ১২:০১ এএম
বড়াইগ্রামে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রশাসন উদ্যোগে সোমবার যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। উপজেলা পরিষদ চত্ত্বরে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত বিজয় মেলা ও মুক্তিযোদ্ধা সম্বর্ধনা অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, ওসি সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান আলী আকবর, বনপাড়া পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, মুক্তিযোদ্ধা বয়েত রেজা, আবুল খায়ের ও উপজেলা ছাত্র সমন্বয়ক মাহাবুবুর রহমান বক্তব্য রাখেন।

অপরদিকে, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বড়াইগ্রাম পৌর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রেসক্লাব সভাপতি অহিদুল হকের (যুগান্তর) সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল মান্নান (ইত্তেফাক), যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী গাজী (মানবকন্ঠ), দপ্তর সম্পাদক সোহেল রানা (ভোরের ডাক), প্রচার সম্পাদক ফারুক হোসেন আপন (এফএনএস২৪), প্রকাশনা সম্পাদক মন্তাজুর রহমান রানা (নয়াদিগন্ত), সাহিত্য সম্পাদক বোরহান উদ্দিন বুলবুল (আমার সংবাদ), ধর্ম বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন (সংগ্রাম), পাঠাগার সম্পাদক মো. আসমত উল্লাহ (জনবাণী) ও কার্য্যনির্বাহী সদস্য রাজন (এশিয়া বাণী) বক্তব্য রাখেন। 



আপনার জেলার সংবাদ পড়তে