আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরগরম সোনারগাঁয়ের ঈদ রাজনীতি। নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রার্থী হওয়ার জন্য ইতোমধ্যেই মাঠ চষে বেড়াচ্ছেন। এদিকে ঈদুল আজহাকে উপলক্ষ করে নির্বাচনে বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় এবং পশু কোরবানি করেন। গতকাল শনিবার ঈদের দিন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী ও সোনারগাঁ থেকে চার বার নির্বাচিত সাবেক সাংসদ অধ্যাপক মোঃ রেজাউল করিম নিজ গ্রাম সম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন। সোনারগাঁ থানা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান পিরোজপুর ইউনিয়নের প্রতাপনগর এলাকায় ঈদের নামাজ আদায় করেন। যুব উন্নয়নের সাবেক মহাপরিচালক ও বিএনপি নেতা ওয়ালিউর রহমান আপেল ঢাকার উত্তরা পার্ক মসজিদে ঈদের নামাজ আদায় করে মোবাইল ও অনলাইনে সোনারগাঁয়ের নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ-বিন-ইমতিয়াজ বকুল নিজ বাড়ী বৈদ্যের বাজার ইউনিয়নের হাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেছেন। এছাড়াও জামাতে ইসলামের কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য প্রফেসার ডঃ মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া নিজ গ্রাম জামপুর ইউনিয়নের সিরাবো এলাকায় ঈদের নামাজ আদায় করেন এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।