কয়রা ছিদ্দিকিয়া মাদ্রসায় ঈদ পুর্নমিলনী

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ৮ জুন, ২০২৫, ০৪:৪৩ পিএম
কয়রা ছিদ্দিকিয়া মাদ্রসায় ঈদ পুর্নমিলনী

কয়রা উপজেলার ঐতিহ্যবাহি দ্বীনি প্রতিষ্ঠান কয়রা ছিদ্দিকীয়া বহুমুখী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ জুন) দিন ব্যাপী মাদ্রাসার সম্মেলন কক্ষে প্রাক্তন শিক্ষার্থীরা এই মিলন মেলার আয়োজন করে। মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ,ব,ম আঃ মালেকের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় ভার্সুয়ালে বক্তব্য রাখেন ঈদ পুর্নমিলনী উদযাপন কমিটির আহবায়ক মোঃ ফরহাদ হোসেন। পুর্নমিলনী উদযাপন কমিটির সদস্য সচিব এনামুল হক ও আব্দুল্যাহ আল মামুন তুহিনের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উত্তর বেদকাশি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু হাসান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী শেখ নুরুল হুদা, রোকেয়া খাতুন,উম্মে হানী, আশিকুজ্জামান,শাহিনুর রহমান,আবু সাইদ,সাংবাদিক ফরহাদ হোসেন,মুজাহিদুল ইসলাম,করিমননেছা,হাফেজ সাইদুল রহমান, সালাউদ্দিন মুকুল, মোস্তাফিজুর রহমান,সালাহ উদ্দীন আম্মার,টিএম সাইফুল্ল্যাহ, ঢালী শহিদুল ইসলাম, আলমগীর কবির, ইমদাদুল হক, আবুল কালাম আজাদ,আবু সাইদ আরজু, আবু তাহের,গালিব প্রমুখ। আলোচনা শেষে সম্মেলনের মাধ্যমে আগামী ২ বছরের জন্য কয়রা ছিদ্দিকিয়া মাদরাসা অ্যালামানাই এ্যাসোসিয়শনের কার্যকারী কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন প্রাক্তন শিক্ষর্থী দুবাই প্রবাসী মোঃ ফরহাদ হোসেনকে ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রোকেয়া খানম। কমিটির অন্যন্যরা হলেন সহ-সভাপতি মোঃ এনামুল হক, কোষাধ্যক্ষ মোঃ শাহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্যাহ আল মামুন তুহিন ও ছাত্র কল্যান বিষযক সম্পাদক মোঃ সালাউদ্দীন মুকুল। এরপর কোরআন তেলোয়াত, ইসলামী সংগীত প্রতিযোগিতা, কবিতা আবৃতি সহ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে