কুড়িগ্রামের রাজারহাটে মটর সাইকেল দূর্ঘটনায় মটর সাইকেল মেকারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও ৪জন। ঘটনাটি ঘটেছে, ঈদের দিন শনিবার(৭জুন) রাত ৯টায় কুড়িগ্রাম ধরলা ব্রীজের পূর্বপাড়ে। মৃত মটরসাইকেল মেকার বাবু সিং(৪২) রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের মেকুরটারী তেলীপাড়া গ্রামের পল্টু সিং এর ছেলে। জানা যায়, মটরসাইকেল মেকার বাবু সিং (৪২) তার দোকানের কর্মচারী ২জনকে নিয়ে ঈদের দিন শনিবার(৭জুন) বিকালে একই মটরসাইকেলে ৩জন মিলে কুড়িগ্রাম ধরলা ব্রীজ ঘুরতে যায়। ধরলা ব্রীজের পূর্বপাড় থেকে ফিরে আসার পথে রাত ৯টায় বিপরীতমুখী একটি সিএনজিকে সাইট দিতে গিয়ে বিপরীতমূখী দ্রুত বেগে আসা একটি মটর সাইকেলের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে উভয় মটর সাইকেলের আরোহীরা পাকা সড়কে ছিটকে পড়ে। সেখানে গুরত্বর অবস্থায় বাবু সিংকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করলে অবস্থার অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। দ্রুত হাসপাতালে নেয়ার পর রাত ১১টার দিকে তার মৃত্যু ঘটে। অপর ২জন আরোহীর মধ্যে একই মটর সাইকেলে থাকা আরোহী অনন্ত নামের এক যুবকের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল থেকে রোববার সকালে তাকে ঢাকায় প্রেরন করা হয়েছে। তবে এ রিপোর্ট রোববার দুপুরে লেখার সময়ও অপর মটরসাইকেলের আরোহীদের মৃত্যুর খবর পাওয়া যায়নি। রাজারহাট থানার দায়িত্বরত এসআই বিকাশ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি কুড়িগ্রাম ও রংপুর কোতয়ালী দেখছেন।