দিনাজপুরের চিরিরবন্দরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হযেছে। ১৬ ডিসেম্বর সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের সূচনা হয়। উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার নেতৃত্বে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে ও শহিদ মুক্তিযোদ্ধা স্তম্ভে পুস্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, শহিদ পরিবার, শহিদদের স্মরনে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে বিজয় মেলার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এসময় আালোচনা সভায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আখতারুজ্জামান মিয়া, সহকারি কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলে এলাহী, বীর মুক্তিযোদ্ধা শাহাবুল্লাহ সরকার, জামায়াতের আমীর রাশেদুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যানবৃন্দ, সকল সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, সাংবাদিক, বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে দিবসটি উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আখতারুজ্জামান মিয়ার নেতৃত্বে একটি বিজয় র্যালী শহর প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে দলীয় অফিসে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা করে।