হিলিতে নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা করেন এজেড এম জাহিন হোসেন

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ৮ জুন, ২০২৫, ০৯:৩৬ পিএম
হিলিতে নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা করেন এজেড এম জাহিন হোসেন

ঈদ উল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলিতে কারা বন্দি বিএনপির নেতাকর্মী ও সাধারণর মানুষের খোজ খবর নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেড এম জাহিন হোসেন। আজ রবিবার বিকাল ৩ টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেড এম জাহিন হোসেন হিলি চার মাথা আসেন এসময় হাকিমপুর উপজেরা বিএনপির সহ সকল নেতাকর্মীসহ সাথে ঈদের শুচ্ছো বিনিময় করেন এবং বিগত আমলে কারাবন্দি নেতাকর্মীদের সাথে কথা করেল। পরে সকল নেতাকর্মীদের নিয়ে হিলি চার মাথামড়ে ব্যাবসীয় ও পথচারী পরিবহন শ্রমিক সহ সবার সাথে কথা বলেন কুশল বিনিময় করেন। এসময় তিনি বলেন আজ ঈদ উল আজহা দ্বিতীয় দিন হাকমিপুর ও ঘোড়াঘাট উপজেলা বিএপির ও সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করছি এবং বিগতো আনন্দল সংগ্রম করতে গীয়ে জেল জুলুমের শিখার হয়েছেন সেই সব বিএনপির নেতাকর্মীরা ঈদের শুভেচ্ছা।

আপনার জেলার সংবাদ পড়তে