সরাইলে মহান বিজয় দিবস পালিত

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৪, ১২:০৭ এএম
সরাইলে মহান বিজয় দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন নানা কর্মসূচি পালন করেছেন। গতকাল সোমবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। সেই সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ, প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি ও অঙ্গসংগঠন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সরাইল সরকারি কলেজ, মহিলা কলেজ, সরাইল প্রেসক্লাব, ‘তরী’ সরাইল শাখা, এনজিও ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সকাল সাড়ে ৬ টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন। ১১ টায় উপজেলা পরিষদ স্বাধীনতা হল রূমে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গকে দেয়া হয় সংবর্ধনা। ইউ্নও মো. মোশারফ হোসাইনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক ব্যারিস্টার রূমিন ফারহানা। সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান, অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসান, উপজেলা বিএনপি’র সাবেক সম্পাদক মো. আনোয়ার হোসেন, উপজেলা জামায়াতের সম্পাদক মো. এনাম খান, জামায়াত নেতা মাওলানা কুতুব উদ্দিন। বিকাল ৩ টায় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদ প্রশাসন বনাম বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহনকারীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৫ টায় মহান বিজয় দিবসের বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন সকলেই। সবশেষে সন্ধ্যা সোয়া ৬ টায় বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। বিজয় দিবস উপলক্ষে স্ব স্ব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। হাসপাতাল ও এতিমখানায় পরিবেশন করা হয় উন্নতমানের খাবার। এর আগে গত ১৪ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হয় আড়ম্বরপূর্ণ বিজয় মেলা, শিল্পকলা একাডেমির উদ্যোগে শিক্ষার্থীদের অংশ গ্রহনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। একই দিন সকালে পানিশ্বর বিটঘর বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন, সহকারি কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান, অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসান ও সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার। আর সন্ধ্যায় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলনের পর অনুষ্ঠিত হয় শহীদদের স্মরণে আলোচনা সভা।


আপনার জেলার সংবাদ পড়তে