গাজীপুরের কালীগঞ্জে কাজে যাওয়ার সময় মোঃ শামিম ভূইয়া (১৬) নিখোঁজের ৯ দিন পরেও সন্ধান মিলেনি। বিভিন্ন স্থানে খোজাখুজির পরও সন্তানের সন্ধ্যান না পেয়ে মা-বাবা পাগল প্রায়। মোঃ শামিম ভূইয়ার সন্ধানে সকলের সহযোগীতা কামনা করেছেন পরিবার।
পরিবার ও থানা সূত্রে জানা যায়, গাজীপুরের কালীগঞ্জ উপজেলাধীন জামালপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড কাপাইস গ্রামের মো. ইকবাল হোসেনের ছেলে পাশর্^বতী দালান বাজারস্থ হালিম ষ্টীলের দোকানের কর্মচারী মোঃ শামিম ভূইয়া প্রতি দিনের ন্যায় গত ১ জুন ২০২৫ইং রবিবার সকাল সারে ৯টায় কাজে যোগদান করার জন্য সাইকেল নিয়ে বাড়ী থেকে বের হয়। দুপুরে মো. ইকবাল হোসেন স্থাণীয় দালান বাজারে গিয়ে জানতে পারেন তার ছেলে আজ কাজে আসেনি। তারপর থেকে বিভিন্ন স্থানে খোজাখুজি করে তার কোন সন্ধ্যান না পেয়ে মা-বাবা পাগল প্রায়। এ বিষয়ে গত ৬ জুন ২০২৫ইং কালীগঞ্জ থানায় ২৫৮ নং সাধারণ ডায়েরী করা হয়েছে। মোঃ শামিম ভূইয়ার সন্ধ্যান পেতে সকলের সহযোগীতা কামনা করেছেন তার পরিবার। কোন সহৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধ্যান পেলে মোবাইল নাম্বার ০১৭৯১১৪৯৩০৯, ০১৭১২৭৩৩২২২, ০১৭৪৭৫৮৮৯১৯ ও ০১৯৮৪৬৪৪৪০২ এ যোগাযোগ করুন।