পার্বতীপুরে আশ্রয়ণ প্রকল্পে দরিদ্র ৭৫ পরিবারে মাংস বিতরন

এফএনএস (সোহেল সানী; পার্বতীপুর, দিনাজপুর) : | প্রকাশ: ৯ জুন, ২০২৫, ০৪:২৩ পিএম
পার্বতীপুরে আশ্রয়ণ প্রকল্পে দরিদ্র ৭৫ পরিবারে মাংস বিতরন

দেশের বিভিন্ন স্থানে দিনাজপুরের পার্বতীপুরের অধ্যায়নরত শিক্ষার্থী ও কর্মরত কর্মকর্তাদের সংগঠন ঢাকাস্থ “পার্বতীপুর ওয়েল ফেয়ার এসোসিয়েশন”আশ্রয়ণ প্রকল্পের দরিদ্র ৭৫ পরিবারের জন্য কোরবানি দিয়েছে। রবিবার (৮ জুন) বিকেলে সংগঠনের উদ্যোগে প্রতি বছরের মতো এবারের ঈদ-উল আজহা কোরবানি উপলক্ষে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কালিকাবাড়ী ডাঙ্গাপাড়া ফোঁটামারী ডাঙা আশ্রয়ণ প্রকল্পের এতিম, গরীব, অসহায়, দুস্থ, দরিদ্র পরিবারের মাঝে দেড় কেজি করে কোরবানির গরুর মাংস ও ছাগলের ৩০০ গ্রাম মাংস দেওয়া হয়। সংগঠনের সদস্যদের উপস্থিতিতে গরু ও ছাগল কোরবানি সম্পন্ন করা হয়। ফোটামারী আশ্রয়ণের বাসিন্দারা জানান, আগোত হামার অ্যাটে কোনদিনও গরু ও বকরি জবাই হয় নাই। এটাই পহেলা যে হামার জন্যে পার্বতীপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করছে।  হারা দোয়া আল্লাহ ওমাক ভালো থুক। পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: সাদ্দাম হোসেন বলেন, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগকে স্বাগত জানাই। এধরনের মানবিক কাজে সমাজের বিত্তবান এগিয়ে আসার আহবান  জানান। পার্বতীপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সংগঠনের সাধারণ সম্পাদক তারিকুল আলম বলেন, উৎসব ও পার্বণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আমরা পার্বতীপুরবাসীর পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সামাজিক কর্মকাণ্ডেও আমরা জোরালো ভূমিকা রাখার চেষ্টা করি। এরই অংশ হিসেবে ঈদের দ্বিতীয় দিন আমরা কোরবানি দিয়েছি শুধু ঐ আশ্রয়ন প্রকল্পের দরিদ্র মানুষদের জন্য। এবার ৭৫ টি পরিবারে দেড় কেজি গরুর মাংস ও ছগলে ৩০০ গ্রাম করে মাংস বিতরণ করেছি। আমরা কৃতজ্ঞ যারা আমাদের এই ভালো উদ্যোগের পাশে সবসময় ছিলেন এবং রয়েছেন। এসময় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা সড়ক ও জনপথ নির্বাহী প্রকৌশলী মো: সাজিদুর রহমান সাজিদ, শিক্ষক রেজওয়ান আহমেদ সংগ্রাম, সংগঠক নুরুল হুদা বাবু, হক ফ্যামিলি মার্টের স্বত্বাধিকারী মিথুন হক, প্রকৌশলী রুবায়েদ কবি রূপক, গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক মো: জহির ইমাম,  রূপপুর এনপিপি ট্রেনিং সেন্টার হেড অফ ও নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড শাহিনুর ইসলাম, তানভীর আহমেদ রানা ও মাসুম কবির বুলেট প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে