শেরপুরে বন্যহাতির মৃত শাবক উদ্ধার

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ৯ জুন, ২০২৫, ০৭:৩৫ পিএম
শেরপুরে বন্যহাতির মৃত শাবক উদ্ধার

শেরপুরের  গারো পাহাড়ের অভ্যন্তর থেকে বন্যহাতির মৃত একটি শাবক উদ্ধার করা হয়েছে। সোমবার (৯ জুন) দুপুরে ময়নাতদন্তের জন্য ওই শাবকের দেহ থেকে নমুনা সংগ্রহের পর ঘটনাস্থলেই মাটিচাপা দেওয়া হয়। নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা এলাকার গহীন জঙ্গলে  রোববার (৮ জুন) বিকেলে শাবকটির সন্ধান পাওয়া যায়। বনবিভাগ জানায়, মা হাতিসহ বন্যহাতির একটি দল ঘিরে রাখায় সেদিন মৃত শাবকটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয়রা জানান, ঈদের আগের দিন গত শুক্রবার দাওধারা গারো পাহাড়ি এলাকায় বন্যহাতির চিৎকার শোনা যায়। শনিবার ঈদের দিন থাকায় কেউ বনের ভেতরে প্রবেশ করেনি। পরে বনবিভাগের কর্মকর্তা, এলিফেন্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্য ও গ্রামবাসীরা রোববার বনের ভেতরে প্রবেশ করে খোঁজাখুঁজির একপর্যায়ে শাবকটির সন্ধান পান। সোমবার ময়মনসিংহ বনবিভাগ এবং শেরপুরের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা এবং উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডা. সাকিব হোসাইন সাগরের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম ঘটনাস্থলে যায়। তারা হাতি শাবকটির দেহ থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে। শেরপুর জেলার বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার জানান, মৃত হাতি শাবকের ময়নাতদন্তের জন্য নালিতাবাড়ী উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের একটি টিম দেহ থেকে নমুনা সংগ্রহ করেছে। সংগৃহীত নমুনা ল্যাব টেস্টের জন্য ঢাকায় পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, প্রসবকালীন জটিলতায় শাবকটি মারা যেতে পারে। এ সময় ময়মনসিংহ বনবিভাগের মধু টিলা ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী, ওয়াইল্ড লাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমীন ও স্থানীয় এলিফেন্ট রেসপন্স টিম (ইআরটি) এর সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে