সব রেকর্ড বেঙে বিটকয়েনের দাম ১ লাখ ৬ হাজার ডলার

এফএনএস ডেস্ক
| আপডেট: ২১ এপ্রিল, ২০২৫, ০৭:২৭ পিএম | প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৪, ০৩:১৭ এএম
সব রেকর্ড বেঙে বিটকয়েনের দাম ১ লাখ ৬ হাজার ডলার

ইতিহাসে প্রথমবারের মতো বিটকয়েনের দাম ১,৬০,০০০ ডলার ছাড়িয়েছে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিটকয়েনের পালে যে হাওয়া লাগা শুরু হয়, তার ধারাবাহিকতা চলছে। রোববার বিটকয়েনের দাম কিছু সময়ের জন্য ১,৬০,০০০ ডলারে উঠে যায়। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। সোমবার সকালে এশিয়ার বাজারে বিটকয়েনের দাম ১,০৪,৫০০ ডলারে নেমে আসে। রোববার বিটকয়েনের দাম নতুন রেকর্ড গড়ার পর কিছুটা কমেছে। 

এদিকে গত বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প নতুন এক ঘোষণায় জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল রিজার্ভের মতো ডিজিটাল মুদ্রার রিজার্ভ গড়ে তুলবেন তিনি।

বিটকয়েনের দাম যেভাবে বাড়ছে, তা বিস্ময়কর। গত ৫ নভেম্বর মার্কিন নির্বাচনের দিন থেকে এই মুদ্রার দাম বেড়েছে ৫০%। সেই সঙ্গে চলতি বছরের প্রথম ভাগের তুলনায় এই মুদ্রার দাম দ্বিগুণের বেশি হয়েছে। এই দৌড় কোথায় গিয়ে থামবে, সে কথা এখন কেউ ভাবতেও পারছেন না। বিটকয়েনের দাম ১,৬০,০০০ ডলারে ওঠার পেছনে ইন্দন যুগিয়েছে ট্রাম্পের ওয়াল স্ট্রিটের নিয়ন্ত্রক হিসেবে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক কমিশনার পল অ্যাটকিন্সের নাম ঘোষণা করা। অ্যাটকিন্স ক্রিপ্টোকারেন্সিবান্ধব হিসেবে পরিচিত।

চলতি মাসের শুরুর দিকে ডোনাল্ড ট্রাম্প সিলিকন ভ্যালির উদ্যোক্তা ও পেপলের সাবেক নির্বাহী ডেভিড স্যাক্সকে ক্রিপ্টোমুদ্রা ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছেন। স্যাক্স শীর্ষ ধনী ইলন মাস্কের বেশ ঘনিষ্ঠ বন্ধু। 

এদিকে গত মাসে এসইসির বর্তমান প্রধান গ্যারি জেন্সলার বলেছেন, ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প যেদিন শপথ নেবেন, সেদিন তিনি পদত্যাগ করবেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, “আমার ওপর আস্থা ও বিশ্বাস রাখার জন্য প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ; এই পদে থাকাকালে এসইসি ভয়ভীতি ছাড়াই আইন প্রয়োগ করেছে।”

এর আগে অবশ্য ট্রাম্প বলেছিলেন, ক্ষমতায় যাওয়ার পর প্রথম দিনেই তিনি জেন্সলারকে বরখাস্ত করবেন। কারণ আর কিছু নয়, সেটা হলো, জেন্সলার ক্রিপ্টো প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছিলেন।

সামগ্রিকভাবে বিটকয়েনের দাম ক্রিপ্টোকারেন্সির প্রতি মানুষের আস্থার প্রতীক হিসেবে বিবেচিত হয়। দাম বৃদ্ধির অর্থ হলো, ক্রিপ্টোকারেন্সির প্রতি মানুষের আস্থা বাড়ছে। বিটকয়েনের দাম বৃদ্ধি পাওয়ায় সামগ্রিকভাবে ক্রিপ্টোকারেন্সির বাজার মূলধন বেড়েছে। কয়েন মার্কেট ক্যাপের তথ্যানুসারে, ক্রিপ্টোকারেন্সির বাজার মূলধন এখন ৩.৩ ট্রিলিয়ন বা ৩,৩০,০০০ কোটি ডলার।

২০২১ সালেও ডোনাল্ড ট্রাম্প বিটকয়েনকে একধরনের জালিয়াতি মনে করতেন। এরপর ট্রাম্পের মত পাল্টেছে। এবারের নির্বাচনের প্রতিশ্রুতিতে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিশ্বের ক্রিপ্টোকারেন্সির রাজধানী হিসেবে গড়ে তোলার কথা বলেছেন।