সোনারগাঁয়ে যুবলীগ সন্ত্রাসীর নেতৃত্বে গত রবিবার রাতে উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দী গ্রামে পরিকল্পীত ভাবে ছাত্রদল নেতার ভাইকে কুপিয়ে জখম, বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়াগেছে। এঘটনায় গতকাল সোমবার বিকালে ছাত্রদল নেতা ইউনুছ বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দী এলাকার ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইকবালের পরিবারের সঙ্গে ছাত্রদল নেতা ইউনুসের পরিবারের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। গত রবিবার রাতে ইকবালের নেতৃত্বে কামাল, জামাল, কামাল, রুপ মিয়া, হানজালাল সহ আওয়ামী সস্ত্রাসীরা ছাত্রদল নেতা ইউনুছের ভাই মঞ্জুর ভূঁইয়াকে রাতে একা পেয়ে পিটিয়ে এবং কুপিয়ে মারাত্বক আহত করে। আহত মঞ্জুরের আত্বচিৎকারে তার পিতা ইনু হাজী তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাকেও পিটিয়ে আহত করে। আহত মঞ্জুর ভূঁইয়াকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হসপাতালে পাঠিয়ে দেয়ে। হামলার পর সন্ত্রাসীরা রাতে ছাত্রদল নেতা ইউনুসের বাড়িতে হামলা ও লুটপাট চালায়।
ছাত্রদল নেতা ইউনুস জানান, পূর্ব শত্রুতার জেরে আওয়ামী সন্ত্রাসীরা আমার ভাইয়ের উপর হামলা ও বাড়িতে লুটপাট চালায়। হামলাকারীরা এসময় ঘরে থাকা বোনের বিয়ের পাঁচ ভরি স্বর্ণের গহনা, এক লক্ষ বিশ হাজার টাকা, কোরবানির গরুর মাংসসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
এবিষয়ে অভিযুক্ত ইকবাল হোসেনের সঙ্গে যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এব্যাপাওে সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।