ভূরুঙ্গামারীতে ২ সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এস.এম গোলাম মোস্তফা; ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম | প্রকাশ: ১০ জুন, ২০২৫, ০৪:৫৯ এএম
ভূরুঙ্গামারীতে ২ সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২ সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার পাথরডুবী ইউনিয়নের উত্তর পাথরডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে নিজ বাড়ি থেকে কল্পনা খাতুন (৩০) নামের ওই গৃহ বধূর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের আব্দুল মতিন এর স্ত্রী। পাথরডুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, আমি ঘটনাস্থলে অবস্থান করছি। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, বিভিন্ন বিষয়ে বনিবনা না হওয়ায় স্বামী-স্ত্রীর সাথে মাঝে মধ্যে ঝগড়া লাগতো। সেই ধারাবাহিকতায় সোমবার সকালেও দুজনের মাঝে ঝগড়া লাগে। পরে স্বামী বাহিরে গেলে রাগের মাথায় ঘরের দরজা বন্ধ করে গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয় লোকজন ভূরুঙ্গামারী থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি ময়লা তদন্তের জন‍্য লাশ থানায় নিয়ে আসে। ওই দম্পতির দুটি কন‍্যা সন্তান রয়েছে। এবিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন‍্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে। এই ঘটনায় যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।
আপনার জেলার সংবাদ পড়তে