বাজিতপুর পাবলিকিয়ান সোসাইটির উদ্বোধন ও কমিটি গঠন

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১০ জুন, ২০২৫, ১১:৫৯ এএম
বাজিতপুর পাবলিকিয়ান সোসাইটির উদ্বোধন ও কমিটি গঠন

সোমবার বিকাল ৪টার দিকে বাজিতপুর সরকারি কলেজ মিলনায়তনে পাবলিকিয়ান সোসাইটির শুভ উদ্বোধন, নবীন বরণ ও কমিটি গঠন করা হয়। এই সোসাইটির শুভ উদ্বোধন করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম। পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গঠিত সোসাইটির উপজেলা আহ্বায়ক মোঃ রাজিব মিয়া, যুগ্ম আহ্বায়ক ইমামুল হক আপন, জাহিদুর রহমান বাধন, সাদিকুল ইসলাম নয়ন, মাসুম মিয়া, সদস্য সচিব ইজাজুল ইসলামসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভিত্তিক প্রতিনিধি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাজিতপুর সরকারি কলেজের প্রভাষক কাজী মোঃ লুৎফুল বারী, প্রভাষক আঞ্জুমান আরা ইসলাম কেমি, বাজিতপুর চৌকি আদালতের এজিপি এডভোটে কাজী মঞ্জুরুল হক রোকন, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আহনাফ সাঈদ খান। এ অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মাজহারুল হক জুবায়েদ, অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ রাজিব মিয়া।

আপনার জেলার সংবাদ পড়তে