পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৮০ টি দুস্থ পরিবারের মধ্যে গোশত বিতরণ করা হয়েছে। রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা শাখার উদ্যোগে এ গোশত বিতরণ কর্মসূচি নেয়া হয়।সোমবার দুপুর ১২টার দিকে ঝিনাইদহ রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ে গোশত বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি মোহাম্মদ আবদুল আওয়াল।রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য ও কর্মীরা উপস্থিত থেকে দুস্থ পরিবারের সদস্যদের হাতে গোশত তুলে দেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ রেড ক্রিসেন্ট সোসাইটির সহ সভাপতি অধ্যক্ষ (অবসর প্রাপ্ত ) মহব্বত হোসেন, সাধারণ সম্পাদক আহসান হাবীব রনক, ঝিনাইদহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, ঝিনাইদহ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য মিজানুর রহমান সুজন, এম শাহজাহান আলী, তহুরা খাতুন প্রমুখ।