কোরবানীর পশুর সংগৃহীত চামড়ার দুর্গন্ধে বিপাকে এলাকাবাসী

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১০ জুন, ২০২৫, ১২:০৮ পিএম
কোরবানীর পশুর সংগৃহীত চামড়ার দুর্গন্ধে বিপাকে এলাকাবাসী

পচে দুর্গন্ধ ছড়ানো বস্তাবন্ধী চামড়ার স্তুপ পচে দুর্গন্ধ ছড়ানো বস্তাবন্ধী চামড়ার স্তুপ গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নে মাদ্রাসা ও এতিম খানার জন্য সংগৃহীত তিন শতাধিক পশুর চামড়া পচে দুর্গন্ধ ছড়ানোর কারণে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

গত শনিবার (৭ জুন) ঈদুল আজহার দিনে সংগৃহীত চামড়া ন্যায্য মূল্য পাওয়ার আশায় ইমামপুর ইউনিয়নের ৫৯ নং হোগলাকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বস্তাবন্ধী করে রাখা হয়। সংগৃহীত কোরবানীর পশুর চামড়া যথা সময়ে বিক্রয় না করে স্তুপ করে রাখায় পচে যাওয়া চামড়ার দুগন্ধে বিপাকে পড়েছেন এলাকাবাসী।

স্থানীয় ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঈদুল আজহায় ৩ শতাধিক পশুর চামড়া দান-সদকা হিসেবে স্থানীয় দুটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের তহবিলের জন্য সংগ্রহ করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঈদের পরদিন রবিবার পর্যন্ত চেষ্টা করেও সংগৃহীত চামড়া বিক্রি করা সম্ভব না হওয়ার পচে যাওয়া চামড়া থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে।

ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দী বড় কবরস্থান দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. এনায়েত উল্লাহ জানান, জামিয়া মোহাম্মদীয়া হোগলাকান্দী মাদ্রাসা, হোগলাকান্দী বড় কবরস্থান মাদ্রাসা ও এতিমখানার জন্য সম্মিলিতভাবে এলাকা থেকে সংগৃহীত কোরবানীর পশুর তিনশতাধিক চামড়া যথা সময়ে বিক্রয় করতে না পেরে প্রতিষ্ঠান দু’টি আর্থিকভাবে ক্ষতির শিকার হয়েছে।

তিনি আরো জানান, পচে যাওয়া চামড়া মাটি চাপা দেয়ার প্রস্তুতি চলছে।

এই বিষয় সম্পর্কে জানতে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলমের বলেন খবর পেয়ে তাৎক্ষণিক লোক পাঠিয়েছি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে