খুলনা - ঢাকা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা লেগে এক অজ্ঞাত যাত্রী (৩৫) নিহত হয়েছেন। এ সময় চালকসহ আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।
মঙ্গলবার (১০ জুন) রাত আড়াইটার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার মূলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার রাত আড়াইটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ইমাদ পরিবহনের একটি বাস খুলনার উদ্দেশে যাচ্ছিল। উপজেলার মূলঘর এলাকায় এসে পৌঁছলে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান। এ সময় গাছের সঙ্গে বাসটির ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তাদের মধ্যে ৬ জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জমান বলেন, ‘নিহত ব্যক্তির এখনো পরিচয় পাওয়া যায়নি। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।