পবিত্র ঈদুল আযহার ছুটিতে বাড়িতে আসা হাজারো ভ্রমণ পিপাসু নারী-পুরুষ পর্যটকদের ঈদ আনন্দে মুখরিত হয়ে উঠেছে পাবনার সুজানগরের পদ্মা নদীরপাড়। বিশেষ করে উপজেলার সাতবাড়ীয়া পদ্মা নদীরপাড়ে পর্যটকদের উপচেপড়া ভীড় চোখে পড়ারমতো। সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন বলেন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার হাজারো নারী-পুরুষ পর্যটক মাইক্রোবাস, সিএনজি এবং মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনযোগে মিনি কক্সবাজার হিসেবে পরিচিত পদ্মা নদীর সাতবাড়ীয়া পয়েন্টে এসে ঈদ আনন্দে মেতে উঠছেন। এদের মধ্যে অনেক পর্যটক আবার ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করে পদ্মা নদী ভ্রমণ করে ঈদ আনন্দ করছেন। উপজেলার মানিকহাট ইউপি চেয়ারম্যান শফি ইসলাম বলেন এলাকায় তেমন কোন বিনোদন কেন্দ্র নেই। সেকারণে ঈদের ছুটিতে বাড়িতে আসা সকল বয়সী মানুষ ঈদ আনন্দ করতে সাতবাড়ীয়া পদ্মা নদীর উম্মুক্ত পাড়ে ভীড় জমান। তারা ঈদের দিন থেকে শুরু করে ৪/৫দিন পদ্মা নদীর ওই পয়েন্টে হৈই চৈই করে ঈদ আনন্দ করেন। সাতবাড়ীয়া পদ্মা নদীর পাড়ে ঈদ আনন্দে আসা উপজেলার খয়রান গ্রামের ময়েন উদ্দিন বলেন পদ্মাপাড়ের প্রাকৃতিক সৌন্দর্য অনেক নয়নাভিরাম। এর কাছে কক্সবাজার এবং রাঙ্গামাটির নৈসর্গিক সৌন্দর্যও যেন কিছু নয়। তাছাড়া এখানকার পরিবেশও অত্যন্ত সুন্দর। সেকারণে বছরের দু’টি ঈদে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাড়িতে আসা লোকজন পদ্মা নদীর ওই দু’টি পয়েন্টে ভ্রমণে এসে আনন্দ উৎসব করেন। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন ভবিষ্যতে পদ্মা নদীর ওই পাড়ে পর্যটকদের বিনোদনে নতুন কিছু করার পরিকল্পনা রয়েছে।