সেনবাগে নিরবচ্চিন্ন বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে বিখুব্দ পল্লী বিদ্যুৎ গ্রাহক। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাবিলপুর ইউপির আজিজপুর ও শায়েস্তানগন গ্রামের অর্ধশতাধিক পল্লী বিদ্যুতের বিখুব্দ গ্রাহক পিকআপ যোগে সেনবাগ উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের সামনে গিয়ে বিক্ষোভ মিছিল করে অফিসে থেকে বসার বেষ্ট বাহির করে সড়কের ওপর রেখে সড়ক অবরোধ করে ডিজিএম’এর বিরুদ্ধে নানা রকমের শ্লোগান দেয়। এসময় বিক্ষোভ কারীরা ডিজিএম এর দুই গালে জুতা মারো তালে তালে শ্লোগান দিতে থাকে। সকাল সাড়ে ১০ থেকে ১১টা পর্যন্ত সড়ক অবরোধ থাকায় এসময় সেনবাগ-কানকিরহাট সড়কে দীর্ঘ যানজটের সৃষ্ঠি হয়।এতে ওই সড়কে চলাচলকারী যাত্রীরা সীমাহিন দূর্ভোগের শিকার হন।
সড়ক অবোধের খবর পেয়ে সেনবাগ থানার এসআই জাকির হোসেনে নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে আন্দোলন কারীদের প্রতিনিধি নিয়ে সেনবাগ পল্লী বিদুতের এজিএম কম মো.ছানা উল্লা ছিদ্দিকীর সঙ্গে বৈঠক করলে তিনি জানান ভিআইপিদের বিদ্যুৎ দিতে গিয়ে ।াজিজপুর ও শায়েস্তানগর গ্রামে লোডশেডিং করা হচ্ছে। তবে, এখন থেকে সহনিয় পর্যায়ে লোডশেডিং নিয়ে আসার আশ্বাস দিলে আন্দোলন কারীরা অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।।
এব্যাপারে সেনবাগ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানাজারে (ডিজিএম) মিনারুল ইসলাম বলেন অতিরিক্ত গরমের কারনে বিদ্যুৎদের ব্যবহার বৃদ্ধি পাওয়া এবং বেগমগঞ্জের সাব স্টেশনটি অনেক পুরোনো হওয়ার কারণে লোড দিতে গিয়ে যন্ত্রাংশ পুড়ে নষ্ঠ হওয়ার কারণে সেনবাগে গ্রাহক পর্যায়ে লোডশেডিং করা হচ্ছে। তবে, বৃষ্টি হলে আগামীতে সহনিয় পর্যায়ে লোডশেডিং করার আশ্বাস দেন।
আন্দোলনকারী লিটন, ফারভেজ, বাপ্পি, সজীব, মিঠু ও মহিন উদ্দিন অভিযোগ করে জানান, তারা ২৪ ঘন্টার মধ্যে দুইঘন্টাও বিদ্যুৎ পাননা অপরদিকে বিদ্যুতের লো-ভোল্টটেজ। এতে করে ঈদুল আযাহা কোরবানী করা পশুর গোস্ত গুলো ফ্রিজে নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়াও রাতে অধিকাংশ সময়ে বিদ্যুৎ না থাকার কারণে শিশু,বয়স্ক ব্যাক্তিরা রাতের অধিকাংশ সময় নিরঘুম থ্কাার কারনে অসুস্থ্য হয়ে পড়ছে।