টাঙ্গাইলের দেলদুয়ারে লিপি সূত্রধর (২৩) নামের গৃহবধুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এ মৃত্যু নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। সোমবার উপজেলার সদর ইউনিয়নের বেতঝা গ্রামে ঘটেছে ঘটনাটি। ওই দিন বিকেলে গৃহবধুর স্বামী দিপক সূত্রধর ও শাশুরী মৃত লিপি সূত্রধরকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পরে থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। রাতেই থানায় একটি অপমৃত্যুর মামলা হয়।
জানা যায়, মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার কৈট্টা গ্রামের চিত্তরঞ্জন সূত্রধরের মেয়ে লিপি সূত্রধর দেলদুয়ার উপজেলার বেতঝা গ্রামের পরেশ সূত্রধরের ছেলে দিপক সূত্রধরের (২৭) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ৮ মাস মূর্বে তারা পালিয়ে বিয়ে করে। প্রথমে উভয় পরিবারের সম্মতি না থাকলেও পরে লিপি সূত্রধর স্বামীর বাড়িতেই স্থান পায়। মৃত্যুর আগ পর্যন্তও সেখাইে তিনি অবস্থান করেন। স্বামী এবং শাশুরীর দাবি লিপি বসত ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। কিন্তু লিপির পরিবার তাদের এ দাবি মানতে নারাজ।
দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আজিজুল হক বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা । থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।