ইন্দুরকানীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) :
: | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম : | প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৪, ০১:১৩ এএম
ইন্দুরকানীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

পিরোজপুরের ইন্দুরকানীতে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ৫৪ তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির দিয়ে দিবসের শুভসূচনা করা হয়। সকাল ৮টায় উপজেলার শহীদ মিনারে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর ইন্দুরকানী থানা, ফায়ার সার্ভিস, প্রেসক্লাব, সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় পতাকা উত্তোলন, সুনীল আকাশে শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান বিন মোহাম্মাদ আলী , ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মো. মারুফ হোসেন।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শেষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বেলায়েত হোসেন হাওলাদার, স্বপ্নন কুমার ডাকুয়া।

উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ সোহাগ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান বিন মোহাম্মদ আলী, সহকারী কমিশনার ভূমি এস.এম আল আমিন, থানা অফিসার ইনচার্জ মারুফ হোসেন, উপজেলা বিএনপি আহবায়ক ফরিদ আহমেদ, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলী হোসেন, সেক্রেটারি মো. রাতুল পঞ্চায়েত প্রমুখ। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে