আহত ৪৫

ঈদের ছুটিতে পাঁচটি সড়ক দূর্ঘটনায় নিহত ২

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : : | প্রকাশ: ১০ জুন, ২০২৫, ০৪:২২ পিএম
ঈদের ছুটিতে পাঁচটি সড়ক দূর্ঘটনায় নিহত ২

ঈদের ছুটিতে ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার উজিরপুর ও গৌরনদী উপজেলায় পৃথক পাঁচটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও কমপক্ষে ৪৫ জন আহত হয়েছেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের গৌরনদীর স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, গত ৮ জুন দিবাগত রাত সাড়ে নয়টার দিকে মহাসড়কের গৌরনদীর মাহিলাড়া বাজারে যত্রতত্রভাবে পাকিং করে রাখা ট্রাকের কারণে চারটি গাড়ির সংঘর্ষে কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছেন।

একইদিন (৮ জুন) দুপুরে মহাসড়কের গৌরনদীর ইল্লা বাসস্ট্যান্ড এলাকায় বিআরটিসি বাসের ধাক্কায় পথচারী বাবুল প্যাদা (৫০) নিহত হয়েছেন। তিনি (বাবুল) বাকেরগঞ্জের পাদ্রীশিপপুর গ্রামের মৃত ইউসুফ প্যাদার ছেলে। ওইদিন বিকেলে মহাসড়কের গৌরনদীর কটকস্থল নামক এলাকায় বেপরোয়াগতির হানিফ পরিবহনের ধাক্কায় ইজিবাইক উল্টে মহাসড়কের পাশের খাদে পরে চালকসহ চারজন যাত্রী গুরুত্বর আহত হয়েছেন। একইদিন বেলা সাড়ে এগারোটার দিকে মহাসড়কের মদিনা ষ্ট্যান্ডে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে একটি যাত্রীবাহী মাহেন্দ্রা উল্টে পরে চালকসহ ১০ জন যাত্রী আহত হয়েছেন।

এছাড়া গত ৭ জুন দিবাগত রাত এগারোটার দিকে মহাসড়কের উজিরপুরের জয়শ্রী এলাকার সাজু পাম্পের সামনে অন্তরা পরিবহনের চাঁকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক জুয়েল হাওলাদার নিহত ও আরোহী হৃদয় গুরুত্বর আহত হয়েছেন। নিহত জুয়েল বরিশাল সরকারি বিএম কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ও গৌরনদী উপজেলার চন্দ্রহার গ্রামের শুক্কুর হাওলাদারের ছেলে। তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, দূর্ঘটনার শিকার যানবাহনগুলোকে জব্দ করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে