মাছের সাথে শত্রুতা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১০ জুন, ২০২৫, ০৪:২৫ পিএম
মাছের সাথে শত্রুতা

মাছের ঘেরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার (১০ জুন) দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত গভীর রাতে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের উত্তর ধানডোবা গ্রামে।

ক্ষতিগ্রস্ত মাছ চাষী আব্দুস সালাম মাঝি বলেন, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে মৎস্য ঘেরে খাবার দিতে গিয়ে তিনি দেখতে পান ঘেরের বিভিন্ন প্রজাতির প্রায় লক্ষাধিক টাকার মাছ মরে ভেসে উঠেছে। ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরধরে তাকে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য রাতের আধাঁরে ঘেরে বিষ প্রয়োগ করা হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান জানিয়েছেন, খবরপেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে