কন্যা ডরিন

খুন হওয়া এমপি আনারের গাড়িটি আমাদের ফেরত দেওয়া হোক

এফএনএস (টিপু সুলতান, কালীগঞ্জ, ঝিনাইদহ) : : | প্রকাশ: ১০ জুন, ২০২৫, ০৪:৫৪ পিএম
খুন হওয়া এমপি আনারের গাড়িটি আমাদের ফেরত দেওয়া হোক

ঝিনাইদহ কালীগঞ্জের খুন হওয়া এমপি আনারের গাড়ি কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সাফিনা টাওয়ার নামক একটি বহুতল ভবনের গ্যারেজ থেকে উদ্ধার হয়েছে বিলাসবহুল ল্যান্ড ক্রুজার প্রাডো ব্রান্ডের একটি দামি গাড়ি। গাড়িটি ভারতের পশ্চিমবঙ্গে খুন হওয়া ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের বলে দাবি করেছেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।ডরিন বলেন,গাড়িটি আমার বাবার। আমরা এই গাড়িতে একসঙ্গে চলাফেরা করতাম। গাড়িটি আমাদের মালিকানাধীন। আমরা চাই বাবার গাড়ি আমাদের ফেরত দেওয়া হোক।গত ৯ জুন (সোমবার) রাতে গাড়িটি উদ্ধার করে পুলিশ। কালো রঙের এই বিলাসবহুল গাড়িটির নম্বর ‘ঢাকা মেট্রো-ঘ ১২-৬০৬০’। গ্যারেজে রাখা অবস্থায় গাড়ির ভেতর থেকে সংসদ সদস্যের স্টিকার, সিআইপি স্টিকার ও প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধার করা হয়।

কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) স্বপন বলেন,গাড়ির কাগজপত্র পর্যালোচনা করে ধারণা করা হচ্ছে এটি নিহত এমপি আনোয়ারুল আজীম আনারের। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।জেনুইন লিফ কোম্পানি’ নামের একটি সিগারেট কোম্পানি সাফিনা টাওয়ারের ২য়, ৩য় ও ৪র্থ তলায় অফিস ভাড়া নিয়ে ব্যবহার করছে। তারাই এই গ্যারেজে গাড়িটি রাখে। কয়েক মাস ধরে গাড়িটি সেখানে পার্ক করে রাখা ছিল।

গাড়ি চালক শান্ত বলেন,আমি এখন জেনুইন লিফ কোম্পানিতে চালক হিসেবে কাজ করি। সেখানকার জিএম বেলাল স্যার এবং সিইও জাহিদ স্যারের নির্দেশে আমি গাড়িতে চাবি দিয়ে স্টার্ট দিই। তবে এই গাড়ি কখনো আমি চালাইনি। মালিক কে তাও জানি না। সব কিছু ওই দুইজন স্যারের জানা। সাফিনা টাওয়ারের কেয়ারটেকার আলমগীর হোসেন বলেন,জেনুইন লিফ কোম্পানির কিছু বিদেশি নাগরিক এখানে আসেন, থাকেন ও খাবার খান। তারাই গাড়িটি রেখেছেন। আমাদের কাছে পুরো তথ্য নেই।

২০২৪ সালের ১২ মে ভারতের পশ্চিমবঙ্গে যান সাবেক এমপি আনোয়ারুল আজীম আনার। এরপর ১৬ মে থেকে তিনি নিখোঁজ ছিলেন। ২২ মে ভারতীয় পুলিশ জানায়, তাকে হত্যা করে দেহ টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়। তবে এখনো তার মরদেহ উদ্ধার হয়নি। গাড়ির হদিস মেলায় তদন্তে নতুন মোড় এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গাড়িটি কিভাবে কুষ্টিয়ায় এল, কে বা কারা এখানে রেখে গেল এসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে