বিজয় দিবসে বিএনপি নেতাদের দাওয়াত না দেওয়ায়

বিএনপি নেতাদের দাওয়াত না দেওয়ায় প্রধান শিক্ষক কে পেটালো

এফএনএস (শাহ্ জামাল; ভেড়ামারা, কুষ্টিয়া) :
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৪, ০১:২৯ এএম
বিএনপি নেতাদের দাওয়াত না দেওয়ায় প্রধান শিক্ষক কে পেটালো

মহান বিজয় দিবসে বিএনপি নেতাদের দাওয়াত না দেওয়ায় কুষ্টিয়ার ভেড়ামারা সাতবাড়ীয়া উত্তর ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবু তাহের কে পেটালো সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে, গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় প্রধান শিক্ষকের অফিস কক্ষে। প্রধান শিক্ষকের উপর হামলার ঘটনা ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ভেড়ামারা-দৌলতপুর সড়ক অবরোধ করে ট্রায়ার জ¦ালিয়ে বিক্ষোভ করে। এসময় তারা দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার দাবী করে।

বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা জানিয়েছে, সকাল ৮টায় বিএনপির ফরিদা ইয়াসমিন গ্রুপের নেতা মোস্তাক আহমেদ মিন্টুর নেতৃত্বে কতিপয় বিএনপির লোকজন বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করে চলে আসেন। সকাল ৯টার দিকে পুস্পস্তবক অর্পন করতে যান বিএনপির মূল ধারার নেতা ধরমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম সরকার এবং তার লোকজন। ফুল দেওয়া শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের তাদের কে সম্মান জানিয়ে অফিস কক্ষে নিয়ে আসেন। এসময় তাদের কে আপ্যায়ন করান তিনি। এখবর পেয়ে ফরিদা ইয়াসমিন গ্রুপের নেতা মোস্তাক আহমেদ মিন্টু, সোহেল, সুজন সহ একটি দল প্রধান শিক্ষকের কক্ষে গিয়ে, তাদের কে কেন দাওয়াত দেওয়া হয় নি, এমন অভিযোগ এনে হামলা চালায়। এসময় প্রধান শিক্ষকের মাথায় আঘাত লাগা সহ এলোপাতাড়ী ভাবে পেটায়। এরপর ওই কক্ষেই আটকিয়ে রেখে চলে আসে। পরে শিক্ষার্থী এবং বিএনপির নেতারা প্রধান শিক্ষককে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।  

এঘটনার প্রতিবাদে এবং মিন্টু, সোহেল কে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবী করে ভেড়ামারা-দৌলতপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। এসময় তারা টায়ার জ¦ালিয়ে নানা শ্লোগান দেয়। পরে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহীদুল ইসলাম ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।

ধরমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম সরকার এবং সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিঠু জানান, সন্ত্রাসী মিন্টু ও সোহাগ’র নেতৃত্বে প্রধান শিক্ষক আবু তাহের’র উপর হামলা চালায়। উত্তেজিত শিক্ষার্থীদের নিয়ন্ত্রন করে পরিস্থিতি এখন স্বাভাবিক করা হয়েছে। তবে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার না করা হলে যে কোন সময় রাজপথ অবরোধ সহ কঠোর কর্মসূচী ঘোষনা করতে পারে শিক্ষার্থী এবং অভিভাবকরা।

আপনার জেলার সংবাদ পড়তে