কয়রায় তাঁতী দল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ১১ জুন, ২০২৫, ০১:১২ পিএম
কয়রায় তাঁতী দল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

নিষিদ্ধ সংগঠন স্বৈরচার আওয়ামীলীগের সন্ত্রাসী কর্তৃক উপজেলা তাঁতী দলের সদস্য ইমরুল সানার উপর হামলার প্রতিবাদে ও ঘটনার সাথে জড়িত ব্যাক্তিদের আইনের মাধ্যমে শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রেসক্লাবের সামনে কয়রা সদর ইউনিয়নের ৭নং ওর্য়াডবাসী এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা তাঁতীদলের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, শ্রমিকদলের আজিজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের মাসুম বিল্লাহ, যুবদলের রফিকুল ইসলাম রফিক, স্থানীয় অধিবাসী আবুল হাসান, আল আমিন, সাগর হোসেন, নুরুন্নেছা,মরিয়ম পারভীন প্রমুখ। এ ঘটনায় আহত ইমরুলের ভাই খায়রুল ইসলাম বাদী হয়ে  কয়রা থানায় মামলা দায়ের করা হয়েছে। মানববন্ধনে বক্তরা বলেন, গত ৮ জুন সন্ধায় আওয়ামী সন্ত্রাসী  ৪ নং কয়রা গ্রামের মোশাররফ, আকবারুল, আকরাম সহ তাদের লোকজন উপজেলা তাঁতী দলের সদস্য ইমরুল হোসেন সানাকে অতর্কিত হামলা চালিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। বর্তমানে তিনি গুরুত্বর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িতের গ্রেফতার পুর্বক শাস্তির দাবি জানাই।

আপনার জেলার সংবাদ পড়তে