চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মধ্য দিয়ে জনসাধারণের চলাচলের গুরুত্বপূর্ণ সড়কের নাম চুড়ামণি সড়ক। দীর্ঘ তিন কিলোমিটারের চুড়ামণি সড়কটির মাঝখানে একটি কালভার্ড ভেঙ্গে পড়েছে। অথচ উপজেলা সদর হাসপাতাল,থানা,উপজেলা কার্ষালয়সহ হাট-বাজার কিংবা শহরে যাতায়তের একমাত্র সড়কটি প্রায় পনর দিন ধরে কালভার্ডটি ভাঙ্গাবস্থায় পড়ে থাকলেও সংস্কারের কোন উদ্যোগ নেওয়া হয়নি সংশ্লিষ্ট বিভাগের। সড়কটির মধ্যখানে ভেঙ্গে পড়ায় যে কোন মুহুর্ত্বে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। প্রতিদিন চৃড়ামণি সড়কটি দিয়ে উপজেলা রবরকল,কানাইমাদারী,পাঠানদন্ডী,মধ্যম ও পূর্ব জোয়ারার হাজারো মানুষের একমাত্র চলাচলের মাধ্যম। স্থানীয় বাসিন্দা হাসান আলী জানান,কালভার্ডটি জরুরী ভিত্তিতে সংস্কার করা হলে বর্ষার সময় ভেঙ্গে গিয়ে সর্বসাধারণের চলাচল বিছিন্ন হয়ে যাবে। এতে মানুষকে চরম ভোগান্তি পোহাতে হবে। এ ব্যাপারে উপজেলা এলজিইডি প্রকৌশলী জুনাইদ আবছার চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি শিগগির কালভার্ডটি সংস্কার করা হবে বলে জানান।