ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উদীয়মান যুবনেতা আসাদুজ্জামান রাজিবের রুহের আত্মার মাগফেরাত কামনায় স্মরণ সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার লামকাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ।
পাঁচবাগ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আরিফুল ইসলাম সজীবের সভাপতিত্বে সড়ক দুর্ঘটনায় নিহত আসাদুজ্জামান রাজিবের স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন জেলা দক্ষিণ বিএনপির সম্মানিত সদস্য এ্যাড. আল ফাতাহ্ খান।
বক্তব্য রাখেন, অধ্যাপক জাকারিয়া শরিফ, আফজালুল আলম উজ্জল, আল এমরান ফয়েজ, মোজাহিদুল কবির সেলিম, নূরুল হক লিমন ও আল-আমিন প্রমুখ।
উল্লেখ্য, গত ৫ জুন সকালে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে পাশ্ববর্তী শ্রীপুর উপজেলার মাওনা এম সি বাজার সংলগ্ন সড়কে তার মোটরসাইকেল কে দ্রুতগামী পিকআপ ভ্যান ধাক্কায় দিলে ঘটনাস্থলেই রাজিব মারা যান।