ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নে সামপ্রতিক সহিংসতার ঘটনায় প্রশাসনের নিস্ক্রিয়তা কে দায়ী করে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও পৌর বিএনপি। বুধবার (১১ জুন) বেলা ১১ টায় নলডাঙ্গা রোডে বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি নেতা ও সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু। লিখিত বক্তব্যে তিনি জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৩০ ও ৩১ মে উপজেলার শতাধিক স্থানে দোয়া মাহফিলসহ কর্মসূচি পালনের উদ্যোগ নেয় বিএনপি।তারই ধারাবাহিকতায় জামাল ইউনিয়নেও কর্মসূচি পালনের উদ্যোগ নিলে স্থানীয় আওয়ামী লীগ ও সাবেক চরমপন্থীদের নেতৃত্বে হামলার আশঙ্কা দেখা দেয়।
৩০ ও ৩১ মে কর্মসূচি শান্তিপূর্ণ ভাবে পালন করলেও, ৩১ মে রাতে নাকোবাড়িয়া ও পারখালকুলা গ্রামে দফায় দফায় বৈঠক করে হামলার পরিকল্পনা করে সন্ত্রাসীরা। বিএনপি দাবি করে, তারা একাধিকবার পুলিশ প্রশাসনকে অবহিত করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ১ জুন সকালে সংঘবদ্ধ হামলায় বহু বাড়িঘর ভাঙচুর ও লুটপাট হয় এবং মহব্বত আলী (৫৫) ও ইউনুছ আলী (৬০) নামের দুই জনের প্রাণহানি ঘটে। এসময় জনপ্রিয় নেতা ও বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. নূরুল ইসলামের নামে ‘মিথ্যা হত্যা মামলা’ দায়েরেরও নিন্দা জানায় বিএনপি। তাদের দাবি, ৭০ বছর বয়সী এই বর্ষীয়ান নেতা ঘটনাস্থল থেকে অনেক দূরে অবস্থান করছিলেন এবং সন্ত্রাসী রাজনীতির সঙ্গে কখনো জড়িত ছিলেন না।
বিএনপি দাবি করে, অতি দ্রুত সন্ত্রাসী সহযোগীদের গ্রেফতার না করলে এবং ওসি শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আন্দোলনে নামতে বাধ্য হবে তারা।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপি যুগ্ম আহবায়ক শাহিদুল ইসলাম, জবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ, লুৎফর রহমান লেন্টু,অহেদ লস্কার,আনোয়ার হোসেন প্রমুখ।