বিয়ের অনুষ্ঠান করতে হলে তিন লাখ টাকা চাঁদা দিতে হবে। দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে বিয়ে বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর করে দুইজনকে রক্তাক্ত জখম করেছে। চাঁদার দাবিতে বরের বাড়িতে হামলার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়েরের পর মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যায় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি বরিশালের মুলাদী উপজেলার চরমালিয়া এলাকার কায়েতমারা গ্রামের।
বুধবার (১১ জুন) দুপুরে মুলাদী থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, হামলার অভিযোগ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অভিযুক্ত সাইফুল খানের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি।
ওই গ্রামের বাসিন্দা আব্দুল বারেক মল্লিক অভিযোগ করে বলেন, তার ভাই সিদ্দিক মল্লিকের বড় ছেলে নাহিদ মল্লিকের বৌ-ভাত অনুষ্ঠান ছিলো বুধবার (১১ জুন)। ওই অনুষ্ঠানকে ঘিরে চরকালেখান ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বাসিন্দা মৃত সালাম খানের ছেলে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ কথিত বিএনপি কর্মী সাইফুল খানের নেতৃত্বে তার ২৫/৩০ জন সহযোগিরা ১০ জুন বিকেলে মোটরসাইকেল মহড়া নিয়ে তাদের বাড়িতে আসে।
এসময় সন্ত্রাসীরা বিয়ের অনুষ্ঠান করতে হলে সিদ্দিক মল্লিকের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে বিয়ে বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে লুটপাটসহ বিয়ে বাড়িতে আসা কনের বাবা সুলতান বেপারী ও তার ছেলে মুরাদ বেপারীকে মারধর করে রক্তাক্ত জখম করে।
আব্দুল বারেক মল্লিক আরও বলেন, একপর্যায়ে বিয়ে বাড়িতে উপস্থিত লোকজনে একত্রিত হয়ে সন্ত্রাসীদের ধাওয়া করলে তারা পালিয়ে যেতে বাধ্য হয়। এ ঘটনায় তিনি (বারেক মল্লিক) বাদি হয়ে মুলাদী থানায় মামলা দায়েরের জন্য হামলাকারী সন্ত্রাসী সাইফুল খান ও তার সহযোগিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় অসংখ্য বাসিন্দারা অভিযোগ করে বলেন, নদীবেষ্টিত মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নসহ আশেপাশের মানুষের কাছে মুর্তিমান আতঙ্কের নাম সন্ত্রাসী ও চাঁদাবাজ সাইফুল খান। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় থেকে সাইফুল খান নিজেকে আওয়ামী লীগ নেতা দাবি করে তার সহযোগিদের নিয়ে এলাকার চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে। বিগত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে রাতারাতি ভোল্টপাল্টে সাইফুল খান বিএনপি নেতা হিসেবে নিজেকে পরিচয় দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে বেড়াচ্ছে।