মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহীর চারঘাটে জামায়াতের বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় চারঘাট উপজেলার নিজ কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
বর্ণাঢ্য র্যালীটি চারঘাট পল্লী বিদ্যুৎ মোড় হতে শুরু হয়ে সমগ্র চারঘাট বাজার প্রদিক্ষণ করে চাঘাট শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ করে পল্লী বিদ্যুৎ মোড়ে এসে শেষ হয়।
চারঘাট উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আইয়ুব আলীর সভাপতিত্বে উক্ত র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মর্তুজা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চারঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াত মনোনীত রাজশাহী-০৬ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হক।
চারঘাট উপজেলা জামায়াতের আয়োজনে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মিনহাজুল ইসলাম, শোয়েব আলী, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারি শফিকুল ইসলাম, সহকারী জেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, রাজশাহী জেলা পূর্ব ছাত্র শিবিরের সভাপতি রুবেল আলী, ,চারঘাট উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সুফেল রানা,সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম, চারঘাট পৌর জামায়াতের আমীর নকিব উদ্দিন,চারঘাট উপজেলার সকল ইউনিয়ন জামায়াতের আমীর ও সেক্রেটারিগণ, চারঘাট উপজেলা শিবিরের সকল নেতৃবৃন্দ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় অতিথিবৃন্দ জাতির সূর্য সন্তান সকল শহীদদের, যথাযথ সম্মান প্রদান এবং উক্ত দিবসের প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরার আহবান জানান।
বক্তারা ৫৪ তম মহান বিজয় দিবসের আলোচনায় সকলকে ঐক্যবদ্ধভাবে শহীদদের স্বপ্নের সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য প্রত্যায় ব্যাক্ত করেন।এসময় সফল ভাবে মহান বিজয় দিবস উপলক্ষে র্যালী বাস্তবায়নের জন্য চারঘাট উপজেলাবাসী কে নেতৃবৃন্দরা ধন্যবাদ জানান।