ঝামেলা এড়াতে আগেই কর্মস্থলে ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১১ জুন, ২০২৫, ০৪:২০ পিএম
ঝামেলা এড়াতে আগেই কর্মস্থলে ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ

পবিত্র ঈদ-উল আযহার টানা ১০ দিনের ছুটি শেষ হবে আগামী ১৪ জুন। তবে শেষ মুহুর্তের ঝামেলা এড়াতে আগে ভাগেই কর্মস্থলে ফিরতে শুরু করেছে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আসা দক্ষিণাঞ্চলের মানুষ। ফলে গত দুইদিন ধরে বরিশাল লঞ্চ ও বাসটার্মিনালে মানুষের ভিড় বাড়তে শুরু করেছে।

সরেজমিনে দেখা গেছে, মঙ্গলবার (১০ জুন) ভিড় কিছুটা কম থাকলেও বুধবার (১১ জুন) সকালে বাস টার্মিনালগুলোকে কর্মস্থলমুখী যাত্রীদের ভিড় বেড়ে গেছে। আগামী দুইদিন পর্যায়ক্রমে ভিড় আরও বাড়বে বলে মনে করছে সংশ্লিষ্টরা। একইভাবে লঞ্চ টার্মিনালেও যাত্রীদের ভিড় বাড়তে শুরু করেছে।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা সেলিম রেজা বলেন, বর্তমানে বরিশাল থেকে চারটি লঞ্চ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছে। যাত্রীর চাপ বাড়লে লঞ্চ বাড়ানো হবে। তিনি আরও বলেন, ঈদ উপলক্ষ্যে লঞ্চের স্পেশাল সার্ভিস গত ৩ জুন থেকে শুরু হয়ে ১৪ জুন পর্যন্ত চলবে। বরিশাল সদর নৌ-থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, নদী বন্দরে যাত্রীদের নিরাপত্তায় নৌ-পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। বুধবার সকালে পরিবহনযোগে ঢাকার সাভারের উদ্দেশ্যে রওয়ানা হওয়া যাত্রী আরিফ মিয়া বলেন, আরও কিছুদিন বাড়িতে থাকতে পারতাম। কিন্তু ছুটির শেষ সময়ে মাত্রাতিরিক্ত ভিড় থাকায় যেতে কষ্ট হয়। তাই আগেভাগে চলে যাচ্ছি।

আপনার জেলার সংবাদ পড়তে