কয়রায় মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন প্রেক্ষিত জাপান শীর্ষক সভা

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ১১ জুন, ২০২৫, ০৭:২৪ পিএম
কয়রায় মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন প্রেক্ষিত জাপান শীর্ষক সভা

কয়রা উপজেলায় মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন প্রেক্ষিত জাপান  শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১১ জুন) সকাল ১০ টায় কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোহে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় খান সাহেব কোমর উদ্দীন ডিগ্রি কলেজের সম্মেলন কক্ষে এই  মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। অনুষ্ঠানে 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক (প্রশিক্ষণ) ও প্রকল্প পরিচালক, যুগ্মসচিব মোঃ আশরাফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল অহিদ মোড়ল। এ সময়  প্রধান অতিথির বক্তব্য মোঃ আশরাফ হোসেন বলেন, প্রশিক্ষিত ও দক্ষ জনশক্তি জাপানে কর্মসংস্থানের অপার সুযোগ তৈরি করতে পারে। বিশেষ করে ড্রাইভিং প্রশিক্ষণের মাধ্যমে বহু মানুষের কর্মসংস্থান সম্ভব। তিনি আরও বলেন  এই প্রকল্পের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করা সম্ভব । পাশাপাশি, তিনি নিরাপদ অভিবাসনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখার পাশাপাশি সকলকে দালালদের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানান। শহীদ এম এ গফুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনারুল ইসলামের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন খান সাহেব কোমর উদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সাইফুল কবির, খুলনা কৃষি কলেজের প্রভাষক কারিমুননেছা, খান সাহেব কোমর উদ্দিন কলেজের সহকারী অধ্যাপক মোঃ হাফিজুল হক, মোঃ আনোয়ারুল কাদির, ঘুগরাকাটি ডিগ্রি মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আশরাফুল আলম, প্রভাষক মোঃ শাহাবাজ আলি, ভাগবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির আলী, বেজপাড়া হায়াতুন্নেছা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ আব্দুর রউফ প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে