গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায়, ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর ভোরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে ৫৩তম মহান বিজয় দিবস পালিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, কাপাসিয়া থানা প্রশাসন, অফিসার্স ক্লাব, উপজেলা বিএনপির, যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, ওলামা দল ও অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, কাপাসিয়া প্রেসক্লাব, কাপাসিয়া ডিগ্রি কলেজ, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, পল্লী বিদ্যুৎ সমিতি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতি, উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, বিআরডিবি , মহিলা সংস্থা, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, আনসার ভিডিপি, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, গাজীপুর আন্ত: জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন। পুস্পস্তবক অর্পণের আনুষ্ঠানিকতার পরিচালনা করেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন।
পরে সকাল সাড়ে ৮ টায় কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় সালাম গ্রহণ করেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন।
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বিজয় মেলায় কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে "রক্তের সিঁড়ি বেয়ে মুক্তি" নামে আলোকচিত্র প্রদর্শনী প্রকাশ করা হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম।
উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং শহিদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, বীর মুক্তিযোদ্ধা ডাঃ শহিদুল্লাহ সিকদার, বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা এম এ গণি , বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা বজলুর রশীদ মোল্লা প্রমুখ।
পরে বিকালে শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম। এসময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন উপস্থিত ছিলেন।