গোমস্তাপুরে পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ১২ জুন, ২০২৫, ১১:৩৬ এএম
গোমস্তাপুরে পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরে ডুবে শ্রীমতি সিমতি ( ৪০) নামে মানসিক ভারসাম্যহীন ক্ষুদ্র নৃগোষ্ঠী এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের কৃষ্ণপুর খেজুরবোনা গ্রামের একটি পুকুরে এই ঘটনা ঘটে। ডুবে যাওয়া সিমতি ওই গ্রামের বাসিন্দা মৃত মাংরার মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সিমতি মৃগী রোগে আক্রান্ত। ওই রোগে আক্রান্ত থাকায়  হয়ে দুপুর দেড়টার দিকে বাড়ির পাশে থাকা পুকুরে পড়ে তার মৃত্যু হয়। 

এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ  (ওসি) রইস উদ্দীন জানান, ভারসাম্যহীন মহিলার পরিবারের কোন দাবি না থাকায় তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে