কালীগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে গাছ বিতরণ

মোঃ আল-আমিন দেওয়ান; কালীগঞ্জ, গাজীপুর | প্রকাশ: ১২ জুন, ২০২৫, ১১:৩৯ এএম
storage/2025/june/12/news/_684a67f5cb32f-1749706741.jpg
গাজীপুরের কালীগঞ্জে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে কালীগঞ্জ পৌর জাসাস এর উদ্যোগে চারা গাছ বিতরণ করেন জাসাস নেতৃবৃন্দ। বুধবার (১১ জুন) বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে পৌর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ¦ একেএম ফজলুল হক মিলন এর পক্ষ থেকে দুই শতাধিক বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরণ পূর্বক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ পৌর জাসাসের আহবায়ক মো. আকতার হোসেন আকন্দের সভাপতিত্বে ও সদস্য সচিব শহিদুল ইসলাম নান্নুর পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জাসাস উপজেলা আহবায়ক নুরুল ইসলাম নুরু, যুগ্ম আহবায়ক মোবারক হোসেন মৃধা, সদস্য সচিব শাহাদাত হোসেন মিঠু, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ। এ সময় অন্যান্যের মাঝে পৌর জাসাসের যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, মিজানুর রহমান, আহবায়ক সদস্য কোরবান আলী উপজেলা জামে মসজিদের মুয়াজ্জিন খোরশেদ আলম সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীসহ কালীগঞ্জ পৌরসভার ২ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। জাসাস উপজেলা যুগ্ম আহবায়ক মোবারক হোসেন মৃধা বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ¦ একেএম ফজলুল হক মিলন এর পক্ষ থেকে কালীগঞ্জ পৌর জাসাস দুই শতাধিক ফলজ, বনজ ও ঔষধি বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে। এ সংগঠন আগামী দিন দেশের সার্বিক উন্নয়নে বলিষ্ট ভূমিকা পালন করবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি আলহাজ¦ একেএম ফজলুল মিলনকে বিপুল ভোটে এমপি বানানোর লক্ষ্যে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান।
আপনার জেলার সংবাদ পড়তে