নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সভাপতিকে বাজিতপুরে সংবর্ধনা

এফএনএস (খন্দকার এইচ.আর ফয়ছল; বাজিতপুর, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১২ জুন, ২০২৫, ১১:৫৪ এএম
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সভাপতিকে বাজিতপুরে সংবর্ধনা

কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরের অধিবাসী ও বাজিতপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) তফাজ্জল হোসেন বাদলের তনয় শাহরিয়ার হোসেন পলিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি নির্বাচিত হওয়ায় বুধবার সন্ধ্যার দিকে বাজিতপুর উপজেলা ছাত্রদল তাকে সংবর্ধিত করলেন। এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সহ-সভাপতি ও বাজিতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ মুজিবুর রহমান ইকবাল। প্রধান অতিথি বলেন, বাজিতপুর থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি শাহরিয়ার হোসেন পলিন হওয়ায় আমাদের গর্ব বেড়েছে। তিনি বলেন, বেগম খালেদা জিয়া গত ১৫ বছর ফ্যাসিবাদ সরকার তাকে মিথ্যা মামলায় জেল খাটিয়েছে। তারা বর্তমানে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে ছাত্র আন্দোলনের মাধ্যমে। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়ন করাই আমাদের একমাত্র লক্ষ্য। এ সময় বক্তব্য রাখেন, গুরুদয়াল সরকারি কলেজের সাবেক বিএনপির জেলা বিএনপির যুগ্ম সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, উপজেলা বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান মনির, বাজিতপুর মুজিবুর রহমান স্মৃতি সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন। অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন ইফতেখার হায়দার ইফতি। এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার রহমান শামিম।

আপনার জেলার সংবাদ পড়তে