বরিশালের হিজলায় বরিশাল-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বরিশাল উত্তর জেলা বিএনপি’র সাবেক সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ উপজেলার কাউরিয়া, খুন্না বন্দর সহ বিভিন্ন ইউনিয়নের হাট বাজারে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তার ব্যবসায়, শ্রীমিক, চালক, কৃষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষে সাথে জনসংযোগ ও শুভেচ্ছা বিনিময় চলবে। এ সময় হাজার হাজার নেতাকর্মীরা শুভেচ্ছা শ্লোগানসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বক্তব্য কালে তিনি বলে বিগত ২০০৮ সালের জাতীয় নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এখন বসন্তের কোকিল এসেছে যারা আপনাদের পাশে ছিল না। বিগত দিনে হামলা মামলায় আমি ও বিএনপি’র আহবায়ক গাফ্ফার তালুকদার আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন দল চুলচেড়া বিশ্লেষন করে মনোনয় দিবে, সেই মনোনয়ন আমি পাবো ইনশাআল্লাহ। ১৬ বছরে মানুষ ভোট দিতে পারেনি, এবার সকলে ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দিবে। এসময় তার সাথে ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক আব্দুল গাফ্ফার তালুকদার, যুবদলের আহবায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন, বিএনপি নেতা এ্যাড. নুুরুল আলম রাজু, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক বেলাল জমাদার, বড়জালিয়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক স.ম হুমাউন, সদস্য সচিব আলতাফ সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদুজ্জামান খান স্বজল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম ্আহবায়ক জহির রায়হান, উপজেলা কৃষক দলের আহবায়ক স.ম ফারুক, ১নং সদস্য মামুন জমাদারসহ বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবন্দ।