কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২ কেজি গাঁজা ও ইয়াবা টেবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ । বুধবার সন্ধ্যায় সোনাহাট ব্রীজ পাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাদেরকে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতাররা হলেন, উপজেলার চর-ভুরুঙ্গামারী ইউনিয়নের চর-ভুরুঙ্গামারী গ্রামের মৃত শামসুল ইসলামের পুত্র বাবুল আক্তার (৪৫) এবং ই একই ইউনিয়নের ইসলামপুর গ্রামের জামাল শিকদারের পুত্র শহিদুল ইসলাম শিকদার(৪৭) । পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল উপজেলার সোনাহাট সেতুপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে।এ সময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা, ১২ পিস ইয়াবা, ২ টি ছোট চাকু, ২ টি মোবাইল ফোন ও একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের বৃহস্পতিবার কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।