শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকেলে জেলা বিএনপির নেতা-কর্মীরা আনন্দ মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের থানামোড় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন। নবগঠিত শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সদস্য সচিব এবিএম মামুনুর রশিদ পলাশ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান তারা, যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মো. ফাহিম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা,যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য,২০২৪ সালের ৩ নভেম্বর শেরপুর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে ৩ সদস্য বিশিষ্ট জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরে গত ২ জানুয়ারি ওই আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়। পরবর্তীতে গত ৫ জুন শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।