কাপাসিয়ায় জিয়াউর রহমানের সাহাদৎ বার্ষিকী ও বিএনপির প্রস্তুতি

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ১২ জুন, ২০২৫, ০৫:৪১ পিএম
কাপাসিয়ায় জিয়াউর রহমানের সাহাদৎ বার্ষিকী ও বিএনপির প্রস্তুতি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবি মানুষের কাছে পৌঁছে দিতে পাড়া-মহল্লায় বৈঠক কার্যক্রমের প্রস্তুতি সভা করেছেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়ন বিএনপি। ১২ জুন বৃহস্পতিবার সকালে সাফাইশ্রীস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলার সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৯ টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিতিতে জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ পরামর্শমূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম সাহাদৎ বার্ষিকীর আলোচনা সভা ও মহল্লা বৈঠকের প্রস্তুতি সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু সভাপতিত্ব করেন। জেলা বিএনপির সদস্য ও সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজগর হোসেন খানের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এফ এম কামাল হোসেন, বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য প্রবীণ নেতা সাবেক মেম্বার মোঃ ছানাউল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আজিজুল হক বাবুল, মীর মাসুদ করিম, মোঃ জহিরুল ইসলাম ফকির, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ ফরিদুল আলম বুলু, বিএনপি নেতা অ্যাডভোকেট আফছার উদ্দিন বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখ, কৃষক দল নেতা মোজাহিদুল ইসলাম অশ্রু, বিএনপি নেতা জাহাঙ্গীর মাহমুদ, নূর মোহাম্মদ মেম্বার, মফিজ উদ্দিন, হাবিবুর রহমান হবু, আব্দুর রব বাচ্চু, চাঁন মিয়া, আব্দুল হক মীর, কাজল মাষ্টার, মাহবুবুর রহমান, আনোয়ার হোসেন প্রমুখ। সভায় আগামী দুই সপ্তাহের মধ্যে ৯টি ওয়ার্ডে নির্দিষ্ট তারিখ ও স্থানে মহল্লা বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি নেৃবৃন্দ বলেন, ‘বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা ভোগ করতে হলে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের কোন বিকল্প নেই। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাশে থেকে ধানের শিষ প্রতীককে বিজয়ের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। এ সময় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার জেলার সংবাদ পড়তে