সিলেট নগরীতে চলছে তীব্র দাবদাহ। প্রচণ্ড গরমে শহরের ব্যস্ততম চৌহাট্টা পয়েন্ট এলাকার পিচঢালা সড়কের বিটুমিন গলে গেছে। এতে জনদুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। চলাচলে বাধা তৈরি হয়েছে পথচারী ও যানবাহনের জন্য।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে সরেজমিনে চৌহাট্টা পয়েন্টে গিয়ে দেখা যায়, প্রখর রোদের তাপে সড়কের পিচ ঢালাইয়ের বিটুমিন গলে গেছে। এতে করে সড়কজুড়ে একটি পিচ্ছিল পরিবেশ সৃষ্টি হয়েছে। বিশেষ করে পথচারী, মোটরসাইকেল আরোহী ও সিএনজি অটোরিকশা চালকরা চলাচলে মারাত্মক সমস্যায় পড়ছেন।
আবহাওয়া অফিসের দেওয়া তথ্যে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। তবে রাস্তার পিচ গলে যাওয়ার মতো পরিস্থিতি থেকে অনুমান করা হচ্ছে, সড়কের ওপর তাপমাত্রা আরও অনেক বেশি ছিল।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন পর এমন ভয়াবহ গরম দেখছেন তারা। এলাকার একজন ব্যবসায়ী বলেন, “রাস্তায় দাঁড়ানো যাচ্ছে না। এমন গরম আর কখনো দেখিনি। পিচ গলে যাচ্ছে চোখের সামনে। এটা তো ভয়ংকর অবস্থা।”
এক পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “দুপুরবেলা রাস্তায় হাঁটতে গেলে মনে হয় পা বিটুমিনে আটকে যাচ্ছে। তাপ এমন যে গায়ের জামাও ভিজে যাচ্ছে ঘামে।”
এদিকে, তীব্র গরমে সিলেটের জনজীবনে চরম অস্বস্তি বিরাজ করছে। কর্মজীবী মানুষ, দিনমজুর ও পথচারীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন। হাসপাতালগুলোতেও হিট স্ট্রোক ও পানিশূন্যতায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলে জানা গেছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিন এ ধরনের দাবদাহ অব্যাহত থাকতে পারে। তাই জনসাধারণকে প্রয়োজন ছাড়া দুপুরের সময় বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।