কুড়িগ্রামের ফুলবাড়ীতে গাছের জাম কুড়াতে গিয়ে এক পাষণ্ডের দ্বারা ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে কিন্ডার গার্ডেনে অধ্যায়নরত শিশু শ্রেণির এক শিক্ষার্থী। এ ঘটনায় অভিযুক্ত হাবিবুর রহমান বাবু (২৮) নামের এক পাষন্ড যুবককে গ্রেপ্তার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে ফুলবাড়ী উপজেলা সদর ইউনিয়নের চাঁদেরহাট সংলগ্ন বিদ্যাবাগীশ গ্রামে। গ্রেপ্তারকৃত অভিযুক্ত হাবিবুর রহমান বাবু ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। সে এক কন্যা সন্তানের জনক বলে জানা গেছে।
হাবিবুর রহমান বাবু এর আগে আরও ২/৩টি ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার ঘটনার সঙ্গে অভিযুক্ত বলেও এলাকাবাসী দাবি তুলেছেন। সে বহু বিবাহের ঘটনায় জড়িত। তার উপযুক্ত শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। তা না হলে সে এমন ঘটনা অব্যাহত রাখবে বলেও আশঙ্কা এলাকাবাসীর।
ধর্ষণ চেষ্টার শিকার শিশুর সম্পর্কে দাদা বিপুল চন্দ্র রায় জানান, বৃহস্পতিবার সকালে আমার ভাতিজা বিজিবি সদস্য আশীষ কুমারের জমজ মেয়ে নিউ স্টার কিন্ডার গার্ডেনের শিশু শ্রেণির শিক্ষার্থী তার বোনসহ বাড়ির পিছনের জাম গাছের তলায় জাম কুড়াতে যায়।
সেখানে অভিযুক্ত হাবিবুর রহমান বাবু গিয়ে আমার নাতনী শিশু শ্রেণির শিক্ষার্থীকে বড়বড় জাম দেয়ার কথা বলে তাকে পাশের একটি জঙ্গলে নিয়ে গিয়ে পড়নের কাপড় খুললে ওই শিক্ষার্থীর বড় বোন তা দেখে কান্না ও চিৎকার শুরু করে।
এতে পরিবারের লোকজন ও আশপাশের লোকজন ছুটে আসলে নর পিশাচ হাবিবুর রহমান বাবু জঙ্গল বের হয়ে পালিয়ে তার বাড়িতে আশ্রয় নেয়। এ বিষয়টি আমরা ট্রিপল নাইনে ফোন দিয়ে প্রশাসনকে অবগত করি। পরবর্তীতে ফুলবাড়ী থানা পুলিশ এসে অভিযুক্ত পাষন্ড হাবিবুর রহমান বাবু গ্রেপ্তার করে থানা নিয়ে আসে।
বিপুল চন্দ্র রায় আরও জানান, এ ঘটনায় ধর্ষণ চেষ্টার শিকার শিশুর মা বিথী রানী বাদী হয়ে গ্রেপ্তার অভিযুক্ত হাবিবুর রহমান বাবুর বিরুদ্ধে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ দায়ের করেছে। আমরা অভিযুক্ত গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান বাবুর দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান বাবুর বিরুদ্ধে বৃহস্পতিবার শিশু ধর্ষণ চেষ্টার মামলা দায়ের হয়েছে। মামলার বাদী হলেন ধর্ষণ চেষ্টার শিকার শিশুর মা বিথী রানী। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।