ভিসাসংক্রান্ত জটিলতায় যুক্তরাষ্ট্র ছাড়লেন খাবি লেইম

এফএনএস বিনোদন | প্রকাশ: ১৩ জুন, ২০২৫, ০৪:৪৮ এএম
ভিসাসংক্রান্ত জটিলতায় যুক্তরাষ্ট্র ছাড়লেন খাবি লেইম

বিশ্বের জনপ্রিয় টিকটকার খাবি লেইম বিমান বন্দরে আটক হওয়ার পর যুক্তরাষ্ট্র ছেড়েছেন। দেশটির কোনো নির্বাসন আদেশ ছাড়াই স্বেচ্ছাপ্রস্থানের অনুমতি পেয়ে যুক্তরাষ্ট্র ছাড়েন বিশ্বব্যাপী জনপ্রিয় এ টিকটকার। ২৫ বছর বয়সী এই তারকার পুরো নাম সেরিঞ্জে খাবানে লেইম। তবে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছেন টিকটকার খাবি লেইম নামেই। তার জন্ম সেনেগালে। শৈশবে বাবা-মায়ের সঙ্গে ইতালিতে পাড়ি জমান তিনি। সেখানেই তার বেড়ে ওঠা। নির্দিষ্ট সময় পর পেয়ে যান ইতালির নাগরিকত্ব। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করেন লেইম। বেশকিছু দিন দেশটিতে অবস্থানের পর ভিসা নিয়ে জটিলতা তৈরি হয় তার। জানা যায়, যুক্তরাষ্ট্রে ভিসা শর্ত লঙ্ঘন করেছেন তিনি। ভিসায় উল্লিখিত মেয়াদ শেষ হলেও যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। এ দোষে গত ৬ জুন দেশটির একটি বিমানবন্দরে আটক করা হয় লেইমকে। লাসভেগাস শহরের হ্যারি রেইড আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন অভিবাসন ও শুল্কপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের হাতে আটক হন তিনি। আইসিই জানায়, খাবি লেইম ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে আসেন। মেয়াদ শেষ হওয়ার পরও ভিসার শর্ত ভঙ্গ করে দেশটিতে অবস্থান করছিলেন তিনি। তাই কোনো নির্বাসন আদেশ ছাড়াই লেইমকে যুক্তরাষ্ট্র থেকে স্বেচ্ছাপ্রস্থানের অনুমতি দেয়া হয়। এরপর আটক হওয়ার ৫ দিনের মাথায় গত বুধবার যুক্তরাষ্ট্র ছাড়েন এ টিকটক তারকা। খাবি লেইম প্রথম আলোচনায় আসেন কোভিড-১৯ মহামারির সময়। সংলাপহীন ভিডিওর মাধ্যমে জটিল ও অপ্রয়োজনীয় লাইফ হ্যাকগুলোর সোজাসাপ্টা প্রতিক্রিয়া তার কনটেন্টে দেখিয়ে সামাজিক মাধ্যমে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।