পদত্যাগ করলেন পোল্যান্ড কোচ

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ১৩ জুন, ২০২৫, ০৪:৫৩ এএম
পদত্যাগ করলেন পোল্যান্ড কোচ

‘মিখাইল প্রোবিয়ার্জ যতদিন পোল্যান্ডের কোচের দায়িত্বে থাকবেন, ততদিন আর জাতীয় দলের হয়ে খেলবেন না’-তারকা স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কির এমন ঘোষণার পর জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন প্রোবিয়ার্জ। দেশটির ফুটবল ফেডারেশন এই তথ্য নিশ্চিত করেছে। লেভানডফস্কির সাথে বিরোধে জড়িয়ে তিনি চাকরি ছেড়েছেন বলে জানা গেছে। পোলিশ ফুটবল ফেডারেশন থেকে প্রকাশিত এক বিবৃতিতে প্রোবিয়ার্জ বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে জাতীয় দলের ভালোর জন্যই আমি কোচের পদ থেকে সড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এই ভূমিকা পালন করা ছিল আমার পেশাগত স্বপ্নের পরিপূর্ণতা এবং আমার জীবনের সবচেয়ে বড় সম্মান।’ সাম্প্রতিক আন্তর্জাতিক উইন্ডোতে লেভানডফস্কি পোলিশ দলে ছিলেন না। পোলিশ বার্তা সংস্থা পিএপি’র সূত্রমতে বার্সেলোনার এই খেলোয়াড়কে বিশ্রামে থাকতে বলা হয়েছিল। অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ার কারণে লেভানডফস্কি কোচের ওপর অসন্তুষ্টি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, ‘পুরো পরিস্থিতি বিবেচনায় কোচের ওপর থেকে আমার আস্থা চলে গেছে। সে যতদিন কোচের দায়িত্বে থাকবে ততদিন আমি পোল্যান্ড জাতীয় দলে না খেলার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি বিশ্বের সেরা সমর্থকদের জন্য এখনো আমার জাতীয় দলে খেলার সুযোগ রয়েছে।’ ২০০৮ সালে পোল্যান্ডের জাতীয় দলে অভিষিক্ত হওয়ার পর ২০১৪ সাল থেকে অধিনায়কত্ব করছেন ৩৬ বছর বয়সী লেভানডফস্কি। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ১৫৮ ম্যাচে তিনি ৮৫ গোল করেছেন। ৩৭ গোল কম করে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সাবেক স্ট্রাইকার উল্ডজিমিরেচ লুবানস্কি। ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে প্রোবিয়ার্জ কোচের দায়িত্বে ছিলেন। তার অধীনে পোল্যান্ড ইউরো ২০২৪ খেলার যোগ্যতা অর্জন করলেও একটি ম্যাচও জিততে পারেনি। গ্রুপ পর্ব থেকেই পোল্যান্ডকে বিদায় নিতে হয়। তার অধীনে ২১ ম্যাচে পোল্যান্ড নয়টিতে জয়, পাঁচটিতে ড্র ও সাতটিতে পরাজিত হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে