সীতাকুণ্ডে দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

এফএনএস (জহিরুল ইসলাম; সীতাকুণ্ড, চট্টগ্রাম) : | প্রকাশ: ১৩ জুন, ২০২৫, ১১:৫৪ এএম
সীতাকুণ্ডে দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর  মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড কদম রসুল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আব্দুর রহিম (৩৭) ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। তিনি ঢাকা নারায়ণগঞ্জ বোনের বাড়ি  থেকে মোটরসাইকেল যোগে চট্টগ্রাম আসার পথে সীতাকুণ্ড সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর রাতে কদম রসুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত এই মোটরসাইকেল আরোহী ফিরোজপুর জেলার মগ বাড়িয়া থানার বাসিন্দা আজাহার খানের ছেলে ‌। তিনি চট্টগ্রাম ইপিজেড কারখানায় চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ১২ জুন রাতে ঢাকা নারায়ণগঞ্জ বোনের বাড়ি থেকে মোটরসাইকেল যোগে চট্টগ্রাম আসার পথে সীতাকুণ্ডের কদম রসূল এলাকায় ভোর সাড়ে ৫ টায় অজ্ঞাত গাড়ির চাপায়  মোটরসাইকেল আরোহী আব্দুর রহিম মৃত্যুবরণ করেন। এই মোটরসাইকেল আরোহী মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। তিনি ফিরোজপুর জেলার মগ বাড়িয়া থানার বাসিন্দা আজাহার খানের ছেলে। এই মোটরসাইকেল আরোহী চট্টগ্রাম ইপিজেড কারখানায় চাকরি করতেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

নিহতের বড় ভাই সোহেল জানান, তার ছোট ভাই আব্দুর রহিম ঢাকা নারায়ণগঞ্জে অসুস্থ  বোনকে দেখতে গিয়ে তার বাড়ি থেকে চট্টগ্রামে আসার উদ্দেশ্যে রাতে মোটরসাইকেল নিয়ে রওনা দিয়েছিল। সেৎরাত ২ টায় টোল প্লাজা অতিক্রম করেছে মর্মে একটি টোকেন পাওয়া গেছে। চট্টগ্রাম ইপিজেডে সে চাকুরী করতো।


বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মমিন, ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় নিহতের সংবাদ পেয়ে  ঘটনাস্থল গিয়ে দেখি মোটরসাইকেল আরোহী রাস্তার উপর পড়ে আছে। ধারনা করা হচ্ছে ভোর রাতে অজ্ঞাত গাড়ির চাপায়  এই মোটরসাইকেল আরোহীর মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছেন। আমরা তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরবর্তীতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছি।

আপনার জেলার সংবাদ পড়তে