নাজিরপুরে বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরন

এফএনএস (মুহাম্মাদ আল-আমীন হোসাইন; নাজিরপুর, পিরোজপুর) : | প্রকাশ: ১৩ জুন, ২০২৫, ১২:১৪ পিএম
নাজিরপুরে বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরন

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বৃহস্পতিবার (১২ জুন)বিকালে বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নাজিরপুর  উপজেলা  বিএনপির উদ্যোগে উপজেলার সাতকাছেমিয়া বাজার এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী  সদস্য ও জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এলিফলেট বিতরণ করেন। 

লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন, নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আবু হাসান খান, বি এন পির যুগ্ন আহবায়ক মোঃ রফিকুল ইসলাম ফরাজী, মোঃ আসাদুজ্জামান খান টিপু, মোঃ তাওহীদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দল এর সদস্য সচিব মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এস,এম রেজাউল কবির,সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান খান রিপন, যুবদলের সহ সাধারণ সম্পাদক এস,এম সিপার,

ছাএদলের সাবেক সভাপতি মোঃ আবুল কালাম আজাদ লিলন, সাবেক আহবায়ক এস, এম মাজেদুল কবীর রাসেল, সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান শরীফ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ মেহেদী হাসান, মোঃ তাওহীদুল ইসলাম ফরাজী, ছাএদলের আহবায়ক এইচ এম শামীম হাসান, সদস্য সচিব মোঃ তারেক আবদুল্লাহ বাপ্পি, শহীদ জিয়া কলেজ ছাএদলের সদস্য সচিব মোঃ ইমাম হোসেন প্রমুখ।

লিফলেট বিতরণ কালে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, আমাদের নেতা এদেশের মানুষের সবচেয়ে প্রিয় নেতা যিনি দীর্ঘ ১৫ থেকে ১৭বছর নিরলস পরিশ্রম করেছে এই দলটিকে নিয়ে দেশটাকে নিয়ে আমাদের সবকিছু দেখভাল করছেন। তিনি প্রায় তিন বছর পূর্বে রাষ্ট্র  বিনির্মাণে  ৩১দফা জনগণের সামনে হাজির করেছে ।আজকে আমরা সেই ৩১ দফার লিফলেট গুলো  বিতরন করেছি এবং মানুষের কাছে পৌঁছে দিয়েছি।

এই ৩১ দফা যদি বাস্তবায়ন হয় তবে এ দেশ আবার জেগে উঠবে-নতুন আলোয়, ন্যায়বোধে আর মানুষের ভালোবাসায় এটিই বিএনপি’র প্রত্যাশা।

আপনার জেলার সংবাদ পড়তে